রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা থানার ৩নং রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় দীর্ঘ ২২ ঘন্টা অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় কামরুজ্জামান (৩০) নামে নব্য মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র্যাব)। ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার দুপুরে উপজেলার দোভাষী বাজার হতে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুন্নাপাড়া এলাকার সাবেক মেম্বার নুরুল হকের ছেলে।
র্যাব সূত্র জানা যায়, উপজেলার রায়পুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা দোভাষীর ঘাটে মায়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান খালাস করছে এবং এই মাদক চালান হস্তান্তরের জন্য অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কামরুজ্জামানকে আটক করে। এসময় সরওয়ার আলম, মো: জমির উদ্দিন (৩৬) ও রমজান নামে আসামীরা পালিয়ে যায়। পরে আটক কামরুজ্জামানকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচলনা করলে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজারের খাজা আরশাদুজ্জামান স্টোর থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য মতে বাজারের একটি গোডাউন থেকে ৪০ হাজার ইয়াবা ও পলাতক আসামী সরওয়ার আলমের বাড়ির দোচালা টিনের ঘরের ভেতর থেকে আরও ১ লাখ ২৫ হাজার ১৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানান, কামরুজ্জামান ও সরওয়ার দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার চালান এনে বিক্রি করছেন ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।