রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা থানাধীন চাতরী চৌমহুনীতে এলাকায় অভিযান চালিয়ে ১৩০০ ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
আটককৃতরা হলো চট্টগ্রাম কর্ণফুলীর উপজেলার শিকলবাহা ৩নং ওয়ার্ড (চুন্নার বর বাড়ি) মৃত নুর আহাম্মদের পুত্র মো: দিদার (৩৫) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র মো: আবুল কালাম (২৪)। ৩১শে আগস্ট ২০২০, সোমবার সকাল ৭.১৫ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আরাফাত বিন ইউসুফ, এসআই খায়রুজ্জামান ও এসআই আবুল ফারেজ জুয়েলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সিএমপির সহযোগিতায় উপজেলার ০৮নং চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী বাজারের নুরে মদিনা হোটেলের ২য় তলায় অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করে।
এ ব্যাপারে, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় থানায়, আনোয়ারা থানার মামলা নং-৩০,তাং-৩১/০৮/২০২০ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু করা হয়।