রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে বেশকিছু শর্তে সিমিত পরিসরে যানবাহন ও দোকানপাট, অফিস খুলতে অনুমতি দিয়েছে সরকার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও শর্ত মানছে না অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্বাস্থ্যগত নিরাপত্তা রক্ষায় সরকারের নির্দেশনা না মানার এমনই কিছু দৃশ্য প্রতিনিয়ত দেখা যাচ্ছে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসে।

৩০শে জুনের মধ্য বকেয়া সব বিল পরিষোধ করার নোটিশ জারি হলে হুমড়ি খেয়ে পড়ছে আনোয়ারার সকল ইউনিয়নের সরছ সরল মানুষ গুলি। তাদের মনে চিন্তাও ভয় শুধু একটি যদি ৩০ জুনের মধ্য বিল পরিশোধ না হয় তাহলে হয়তো তাদের অন্ধকারে দিন কাটাতে হতে পারে। তাদের লাইন বিচ্ছিন্ন রোধ করতে সবাই স্বাস্থ্যবিধি লঙ্গন করেই বিলের কাগজ হাতে লাইন। নেই সার্বিক দুরুত্ব, নেই স্যনিটাইজার, রাখা হয়নি পল্লী বিদ্যুতের পক্ষ হতে কোনো জীবাণুনাশ ব্যাবস্থা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে রাত-দিন মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করছে আনোয়ারা উপজেলা প্রশাসন ও আনোয়ারা থানা পুলিশ। বরাবরই সেচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় উপজালা প্রশাসন ইতিমধ্যে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আশাকরছি সবাই এই অবগত আছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ রইল।