রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া নৈরাজ্যর অভিযোগ আসছিল। তা আমলে নিয়ে নৈরাজ্য ঠেকাতে যাত্রীদের সাথে আলাপ করে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
২৮ অক্টোবর ২০২০, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী ১টি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপস্থিত যাত্রীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ কখনো আবার তিনগুণ ভাড়া আদায় করে। বিশেষ করে যে গাড়িগুলি আনোয়ারার রাস্তায় চলমান তারা প্রায়ই বাড়তি ভাড়া নিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করার নির্দেশনা সত্ত্বেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণ এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য একজন বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
অভিযানকালে যাত্রী, যানবাহন চালক ও হেলপারদের উদ্দেশ্যে অনিয়মের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। তিনি আরো জানান, চলমান এই অভিযান অব্যাহত থাকবে।