রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ও সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন ইউনিয়ন পরিষদ।
২১ অক্টোবর ২০২০, বুধবার সন্ধ্যায় বারশত কালীবাড়িস্থ অস্থায়ী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু নারায়ণ সরকার।
বারশত ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজীব নাথের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আবদুল মোনাফ, বাবু নির্মল নাথ, আশীষ কুমার চৌধুরী, বিপ্লব ধর, বাবুল চৌধুরী, মাস্টার সুধীর রঞ্জন নাথ। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামাল উদ্দিন সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যবৃন্দ।
সভায় ইউপি চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্ বলেন, করোনাকালীন সময় বিবেচনা করে এবারের দূর্গোৎসবে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা নিশ্চিতকরণে ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশনায় ইউনিয়নে দূর্গোৎসব অবাধ, শান্তি শৃংখলার মধ্যে পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে থাকবে কন্ট্রোল রুম।