রফিক আহমেদ খান, আনোয়ারা থেকে: চট্টগ্রামের আনোয়ারা বটতলী শাহ মোহছেন আউলিয়া (রঃ) ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: বাবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ৯টায় পশ্চিমচালে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। শনিবার সকালে হয়রত ছয়পীর আউলিয়া (রঃ) মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফন শেষে মরহুমের কবরে শাহ মোহছেন আউলিয়া (রঃ) কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, কলেজের উপাধক্ষ্য দেবপ্রিয় বড়ুয়া ও কলেজের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এ সময় তারা শিক্ষানুরাগী ও সমাজকর্মী মরহুম বাবুল হকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।