প্রবাস মেলা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আনোয়ারা দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে। বুধবার সকালে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ের হলঘরে প্রধান শিক্ষক এস এম এ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তরুণ শিক্ষকদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী তাঁর বক্তব্য বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের আগেই স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত, চার মূলনীতি নির্ধারিত হয়েছিল। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হবে সেটা আগেই নির্ধারিত ছিল। আমরা ধর্ম নিরপেক্ষ দেশের জন্য যুদ্ধ করেছি।’
তিনি আরো বলেন, ‘আলেমদের বক্তব্যে দেশপ্রেম ও দেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের কথা থাকা দরকার। তাহলেই দেশের সকল মানুষের ভেতরে সদা দেশপ্রেম জাগ্রত থাকবে। দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে।’
শিক্ষার্থীদের মাঝে ধর্মানুরাগের পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান। নতুন প্রজন্মই পারবেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। শিক্ষকেরাই নতুন প্রজন্মকে সেভাবে গড়ে তুলবেন বলে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্ত। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ নুরুল আলম মাস্টার, প্রকৌশলী রামচন্দ্র দাশ চন্দন, মোহাম্মদ ছবুর, মোহাম্মদ আবদুল মান্নান, লেখক রফিক আহমদ খান ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।