রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা জুঁইদন্ডী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটির অভিষেক ও কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার বিকেলে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল নোমান ও মো: এনামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের সভাপতি কফিল উদ্দিন জাওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার ইদ্রিচ, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: শফিউল আলম, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ এর এডমিন প্রকৌশলী ছলিম আল আনোয়ার, স্বপ্নবাজ এর পরিচালক এ এইচ এম নিজাম চৌঃ, সাংবাদিক জাহেদুল হক, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।