রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারার স্বনামধন্য ও প্রাচীন কওমী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা নজর কেড়েছে পুরা দেশের।
এই বিখ্যাত মাদ্রসার এবার পরিচালনা কমিটির মহাপরিচালকের হিসেবে দায়িত্ব পেলেন মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী (দাঃ বাঃ)। সাবেক মাদ্রাসার মহাপরিচালক বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি (রহ:) মৃত্যু অব্দি দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর ১৯ অক্টোবর ২০২০, সোমবার দায়িত্ব নিয়ে মাদ্রাসা পরিচালনায় শূণ্যতা পুরণ হয়।
মাদ্রাসা অফিসকক্ষে শুরা বৈঠকে আয়োজন করে সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসার মহাপরিচালক হিসেবে মুফতি আব্দুস সালাম চাটগামীকে নির্বাচিত খবরটি নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, শুরা বৈঠকের হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সলাম চাটগামী, মাওলানা শেখ আহমদ, মাওলানা মো: ইয়াহিয়া, ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহেদুল্লাহ, মোজাহেরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম, দেয়াং পাহাড় মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসেম, সাতকানিয়া ছমেদরপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হোসেন ও কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ।