রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় আনোয়ারাতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে আনোয়ারা উপজেলা ছাত্রলীগ ও বারখাইন ছাত্রলীগ।
বেলা ১২টায় উপজালার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ছাত্রলীগের এই কর্মসূচীর বিষয়ে ত্যাগী ও পরিশ্রমী দুই ছাত্রনেতা সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আনোয়ারা কলেজ সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা রফিকুল ইসলাম জানান, করোনা দুর্যোগের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে তাদের এই কর্মসূচী পালিত হয়েছে। পর্যায়ক্রমে আনোয়ারা ছাত্রলীগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপন কার্যক্রম মাসব্যাপী এলাকাভিত্তিক চলমান থাকবে বলেও জানান তারা।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আনোয়ারা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীর পাশাপাশি আরো উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা আওয়ামীলীগনেতা জাফর আহম্মদ বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আনোয়ারা কলেজ সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, মোস্তাফিজ রহমান, বিলাস দত্ত, আব্দুল্লাহ আল নোমান, আরিফ আল আমিন, আরিফুল ইসলাম, রিদয় আইচ, আশাফুল ইসলাম মুন্না, আবু তাহের, আশিকুল ইসলাম, রিদয় দত্ত ,আকিব, আরফাত, সালাহ উদ্দীন লাভলু।