রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্বাবধানে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগীতায় আনোয়ারা-বিমানবন্দর ১৫নং ঘাটের কর্মহীন ৫৪ মাঝি-বোট চালকদের মাঝে উপহার সামগ্রী তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারা। ২৯ এপ্রিল, ২০২০ বুধবার সকালে ১৫নং ঘাটে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ৫৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বিশ্ব করোনা কোভিড ১৯ মহামারিতে কিছু মাঝিমাল্লার চালক,হেল্পাররের মাঝে মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি মহোদয়ের নির্দেশে ও খায়রিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ৫৪ জনকে কর্মহীন মানুষের মাঝে ত্রান প্রদান করা হয়।এ সময় তিনি সবার উদ্দেশ্য বলেন,আপনারা যেখানেই শুনবেন কোন কেও না খেয়ে আছে, চাল-ডাল নেই সাথে সাথে উপজেলার হেল্পলাইনে বা আমাকে জানান। আনোয়ারায় কেও অন্ততপক্ষে না খেয়ে মরবে না, ইনশাআল্লাহ।