রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ হাজার পিছ ইয়াবাসহ আবদুর রহিম (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ ।
আটককৃত আব্দুর রহিম রায়পুর গ্রামের দক্ষিণ পরুয়াপাড়া (সাম মাঝির বাড়ির) শেয়ার আলি ছেলে বলে জানা যায়।
২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার বিকালে গোপণ সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল, এএসআই রেজাউল করিম মামুন, রাজিব কুমার, সোহাগ হোসেনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সিএমপির সহযোগিতায় উপজেলার বারশত ইউনিয়ন চালিতাতলি ওলফা বিবি জামে মসজিদ সামনে থেকে তাকে আটক করা হয়।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবদুর রহিমকে মাদকসহ হতে নাতে আটক করা হয়। এসময় তার থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয় আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আটক আব্দুর রহিম জব্দকৃত ইয়াবাগুলোর মালিক হলেন তালিকাভুক্ত ইয়াবা কারবারি আজগর আলী মাঝি। সে একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এই ব্যাপারে মাদক আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) মামলা দায়ের করা হয়েছে।