রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ২৮মার্চ ২০২০ইং, শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে ভুমিমন্ত্রীর ব্যাক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেয়ার সভা হয়েছে। উপজেলা কন্ট্রোল রুমসুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রীর পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ৫ হাজার দুঃস্থ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার বরাদ্ধ হয়েছে বলে জানান। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরির সভাপতিত্বে ইতিমধ্যে উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের সহায়তায় দুঃস্থদের তালিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও টেগ অফিসারদের সহায়তায় শুকনো খাবারের প্যাকেট বাড়ী বাড়ী পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উপজেলা কন্ট্রোল রুমসুত্রে জানা গেছে। ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি মুঠোফোনে জানান,আনোয়ারা-কর্ণফুলির কোন জনগন না খেয়ে উপবাস থাকবে না ইনশাল্লাহ।

তিনি আরো বলেন,আমার নেয়ার বা পাওয়ার আর কিছু নেই,আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি দিতে চাই। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন। এ সময় প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন, শেখ জোবায়ের আহম্মদ (উপজেলা নির্বাহী কর্মকর্তা),অধ্যাপক এম এ মান্নান চৌধুরী (সভাপতি আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ), মামুনুর রশীদ চৌধুরী (চেয়ারম্যান বটতলী ইউ পি), আশরাফ (চেয়ারম্যান পরৈকোড়া ইউ পি), সোলায়মান চৌধুরী (চেয়ারম্যান বৈরাগ ইউ পি), এম এ কাইয়ুম শাহ্ (চেয়ারম্যান বারশত ইউ পি), ইয়াছিন হিরু (চেয়ারম্যান চাতরী ইউ পি), শাহাদাৎ চৌধুরী (চেয়ারম্যান বরুমচড়া ইউ পি), জানে আলম চেয়ারম্যান (রায়পুর ইউ পি), হাসনাইন জলিল চৌধুরী সাকিল (চেয়ারম্যান বারখাইন ইউ পি), জামিরুল ইসলাম(প্রকল্প কর্মকর্তা আনোয়ারা উপজেলা)।