রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
১৭ আগস্ট ২০২০, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের যোগেশ বাবু জমিদার বাড়ির পাশে মুন্সি মিয়ার পুকুর পাড়ে তারা অবস্থান করেছিল। এসময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার পরৈকোড়া গ্রামের ইদ্রিস মাস্টারের বাড়ির জামাল আহমদের ছেলে মো: আমির হোসেন (৪২), ভিংরোল গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মো: নাজিম উদ্দিন (২৭) ও অপরজন পটিয়া উপজেলার কাশিয়াইশ এলাকার রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)।
এ ব্যাপারে, আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক বিক্রেতা মো: মুছা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।