রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় ১২০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল ফারেজ জুয়েল সংগীয় আফিসার এসআই বিকাশ রুদ্র, এসআই খায়রুজ্জামান ফোর্সসহ অত্র থানাধীন ১০নং হাইলধর ইউপিস্থ মালঘর বাজারের পূর্ব পার্শ্বে মোহাম্মদ জাফর কলোনীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১২০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন- আব্দুর রহিম (৫৮), পিতা- মৃত আবুল খায়ের, মাতা- মৃত তারা বানু, গ্রাম- শিলাইগড়া (মুজা বাপের বাড়ী), থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, মো: সাইফুল ইসলাম (২৪), পিতা- মৃত মো: বেলায়েত হোসেন, মাতা- মৃত রহিমা খাতুন, সাং -বুড়িরচর, ১নং ওয়ার্ড, পোষ্ট-চৌমুহনী, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, কাপ্তাই রাস্তার মাথা, বাহার সিগনাল, রহিম ম্যানশন এর ২য় তলা, থানা- চাঁদগাঁও, জেলা- চট্টগ্রাম,লক্ষীন ধর (২৫), পিতা- বাতেশ সর্দ্দার, মাতা- মঞ্জু সর্দ্দার সাং- আনোয়ারা (জয়কালী বাজার, মন্টু সর্দ্দারের বাড়ী), থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম, মো: জিসান (১৮), পিতা- আবুল কালাম, মাতা- মুন্নী বেগম, সাং- কধুরখীল (তকী মিজ্জী বাড়ী) , থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম।
এ ব্যাপারে আনোয়ারা থানার এসআই জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়। এই সংক্রান্তে আনোয়ারা থানার মামলা নং-১৮, তারিখ- ১৮/৮/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল এর ২৪(গ)/৪১ রুজু করা হয় বলে জানান তিনি।