রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনা ভাইরাস। জেলা-উপজেলায় বাড়ছে আক্রান্ত রোগী।
২৭ জুন ২০২০, শনিবার ১২ টায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শোলকাটায় লাভিবা কনভেনশন হলে ১২ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিদর্শন করেছেন সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
তিনি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে তার ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের জন্য এ্যাম্বোলেন্স, সিসি ক্যামরা, করোনা আক্রান্ত রোগীদের ফ্লো অক্সিজেন সিল্ডিার, ওয়ার্ডের জন্য সেন্ট্রাল এসিসহ যা কিছু প্রয়োজনীয় সব ধরণের উপকরণ দেয়ার আশ্বাস দেন এবং তা দ্রুত কার্যকর করে সাধারণ মানুষের সেবা প্রদান করার আহবান জানান।
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, চলমান মহামারি করোনা ভাইরাস দীর্ঘমেয়াদী অবস্থান নিতে পারে দেশে। তাই আনোয়ারা-কর্ণফুলীর মানুষের চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল এসি ও অক্সিজেনসহ আইসোলেশন সেন্টার প্রয়োজন। তা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। এছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসনে দ্রুত ব্যাবস্থা গ্রহণেরও আশ্বাসও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারি কমিশনার ভূমি তানভির হাসান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দীন, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ প্রমুখ।