রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধিঃ আনোয়ারা উপজেলার বারশত বোয়ালিয়ায় অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
গত শনিবার ২১ নভেম্বর, ২০২০ বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদরাসা মাঠে সকাল হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান বক্তা ছিলেন সভার পরিচালক হিসাবে পরিচালনা করেন কার্যকরী কমিটির মুফতিয়ে আজম আল্লামা আবদুচ্ছালাম চাটগামী (দা.বা.)। তাশরিফ এনেছেন আল্লামা আব্দুল হালিম বুখারি (মুহতামিম জামিয়া পটিয়া মাদ্রাসা), আল্লামা শেখ আহমদ (সহকারি হাটহাজারি মাদ্রাসা), আল্লামা সিবাগতুল্লাহ নুরি (ঢাকা), আল্লামা মাহমুদুল হাছান ফতেপুরি (ফতেপুর মাদ্রাসা)।

চট্টগ্রামের আরো বড় বড় মাদ্রসার মফতি ও আলেমগনসহ অনেকে। পাশাপাশি সভার পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা কার্যকরী কমিটির সদস্য ও সভার সাথে সম্পৃক্ত বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থেকে মাদ্রাসার সভাকে সফল করায় মুহতামিম (সেক্রেটারী) সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।