মীর তারেক, কুয়েত থেকে: পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ফ্রানাজ বিনতে হোসেন মীম ২৩ মে ২০২১, রবিবার আনুষ্ঠানিকভাবে আমেরিকান ইউনিভার্সিটি ওয়াশিংটন কলেজ অফ ল কর্তৃক আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে আইনশাস্ত্রে (জুরিস প্রুডেন্স) সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করছেন।
তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা আলহাজ্ব ডা. আনোয়ার হোসেন ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক মা ও শিশু বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. রওশন আরা বেগম এর কনিষ্ঠ কন্যা।
এর আগে তিনি কৃতিত্বের সাথে ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে এল.এল.বি (অনার্স) এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (সিয়াটেল) থেকে এল.এল.এম (মাস্টারস) ডিগ্রী সম্পন্ন করেন।
জুরিস ডক্টর ফ্রানাজ বিনতে হোসেন মীম তার এই প্রাপ্তিতে তিনি মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশি-আমেরিকান (এটর্নি) আইনজীবী হিসাবে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে আগ্রহী। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সকলের নিকট দোয়া চেয়েছেন।
উলেক্ষ্য, গত জানুয়ারির শেষ দিকে করোনার জন্য আমেরিকান ইউনিভার্সিটি ওয়াশিংটন কলেজ অফ ল কর্তৃপক্ষের অনলাইনে ঘোষণা করেন জুরিস ডক্টর ডিগ্রি অর্জনকারী ফ্রানাজ বিনতে হোসেন মীম স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন।