প্রবাস মেলা ডেস্ক: শুভাকাঙ্খীদের ভালোবাসায় দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আনন্দঘন পরিবেশে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো গন্তব্যে ১০% ডিসকাউন্ট সুবিধা দেয়া হয়েছে।
এ উপলক্ষে ১৭ জুলাই মঙ্গলবার সারাদিন ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের শুভেচ্ছাস্বরূপ উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী সাধারনকে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো গন্তব্যে ১০% ডিসকাউন্ট সুবিধা দেয়া হবে।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ৭৬ আসনের তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। যাত্রীসেবার অনন্য নজির স্থাপন করায় স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে গত তিন বছর যাবত সেরা এয়ারলাইন্স এর মুকুট অর্জন করতে পেরেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে বলেন, “ বাংলাদেশের সকল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের মানুষকে আকাশপথে ভ্রমণে উদ্বুদ্ধ করা এবং বিদেশী পর্যটকদেরকে কাছে বাংলাদেশকে তুলে দেয়ার কাজ ও করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।” এছাড়া তিনি আরো বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্স এর কাছে শুরু থেকে এখন পর্যন্ত যাত্রী সেবাই মূখ্য এবং অগ্রগণ্য, যার ফলে যাত্রীদের পছন্দের এয়ারলাইন্স এ পরিণত হতে পেরেছে।” এছাড়া পঞ্চম বর্ষে পদার্পণে ইউএস-বাংলা পরিবার এর অগ্রযাত্রার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।