প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আগামীকাল ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি “আধিপত্যবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” আয়োজন করা হয়েছে।
আমরা কবি, লেখক ও শিল্পী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ দূতাবাসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জাতীয় পতাকার অবমাননা আন্তর্জাতিক নীতিমালা বিশেষত ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের উপযুক্ত বিচার দাবি জানানো হয়েছে।
জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেশী হিসেবে ভারত সরকার ও জনগণের কাছ থেকে সৎ এবং সদাচরণ প্রত্যাশিত।
এই কর্মসূচিতে দেশের সকল সচেতন নাগরিক, কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিত থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকে সফল করার আহ্বান জানানো হয়েছে।