প্রবাস মেলা ডেস্ক: সাভারের বোট ক্লাবে শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দিতে মারধর, হুমকি ও যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা পরীমণি। কিছু বিবরণ দিয়ে একপর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি। ২৪ জুলাই ২০২৩, সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকা সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন বিচারক পরীমণির কাছে জানতে চান, ‘আপনি কী সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন?’ পরীমণি বলেন, ‘আজকে ফিট না। প্রিপেয়ার হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।’
পরীমণির অসুস্থতাজনিত কারণে ঘটনার বিস্তারিত বলতে না পারায় পরীমণির আইনজীবীরা ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন ১৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। পরীমণির আইনজীবী বলেন, মামলাটি স্পর্শকাতর। অনেক কিছুই আছে যা সবার সামনে বলা যায় না। ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দেন। এরপর গত ২৯ নভেম্বর পরীমণি এ মামলায় সাক্ষ্য দেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন বোট ক্লাবের ঘটনায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরবর্তীতে অভিযোগপত্র গ্রহণ করেন।