শহীদুল্লাহ ফরায়জী:
তুমি ফুল আত্মসাৎ করে
বসে রয়েছো বলে
তোমায় কোনদিন
ফুল দিতে পারিনি।
তোমার মন প্রাণ
সৌন্দর্যে জড়ানো বলে
তোমায় কোনদিন
অলংকার দিতে পারিনি।
তুমি তারার বাগান
লুটে নিয়েছো বলে
আমি কোনদিন
আকাশ দেখতে পারিনি।
তুমি হাজার হৃদপিণ্ড
মজুদ করেছো বলে
আমি কোনদিন
ভালোবাসতে পারিনি।
উত্তরা, ঢাকা।