শাহজাহান চঞ্চল, রিয়াদ, সৌদি আরব থেকেঃ
(কন্যা দিবসে কন্যা স্বপ্নিল তাসদিদ সন্ধি’কে উৎসর্গিত)
সন্ধিঃ আত্মজা আমার
চারুকর স্রষ্টার তুমি শ্রেষ্ঠ উপঢৌকন,
বাউল এ কবির চোখে রেখে চোখ
কি খোঁজ তুমি? কোন সে রূপ।
দেখ! এই চোখে যন্ত্রণার মরাপাতা নেই
জিঘাংসার রং নেই, ছায়া নেই পাপের।
চোখ ভরা আছে অরণ্য সবুজ
আকাশের মিঠে নীল আর প্রকৃতির রূপ;
এই চোখে এখনও খেলা করে পদ্মার জল,
পাল তোলা নৌকা ভাসে ছলছল কলকল,
কাশবন হাসে চোখে, দোল খায় বেতস ফল।
ভীত কেন কন্যা তুমি?
সময়ের ক্রান্তিকালে নিয়েছো বলে জনম।
চারদিকে জানি জিউস রাজের শমন!
তারপরও প্রমিথিউস আছে
হাতে নিয়ে শুদ্ধ আগুন।
এখানে যুদ্ধবাজ ড্রাকুলা আছে
শান্তির পতাকা হাতে পবিত্র মানুষও আছে।
এখনো সূর্যের নাগর দোলায় চাঁদ হাসে,
বাতাসের রথে ভাসে অম্লজান,
সাগর ফুরায়নি, আকাশেরও হয়নি শেষ;
জীবন কাঁদে জীবনের জন্যে
ভালোবাসারও আছে রেশ।
আজও পিতা তার কন্যার জন্য ভালবাসার স্বপ্ন সাধে,
অতএব নেই ভয়
ক্রান্তিকালে নিয়েছ বলে জনম।