প্রবাস মেলা ডেস্ক: আটলান্টিক মহাসাগর থেকে ৩৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো স্পেনের কোস্টগার্ড। ৩০ মে ২০২৩, মঙ্গলবার তাদেরকে পৌঁছানো হয় গ্র্যাস ক্যানারিয়ার বন্দরে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
উদ্ধারকর্মীরা জানান, কাঠের নৌকায় ছিলেন ৩২ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই উত্তর এবং সাব-সাহারা অঞ্চলের নাগরিক। ইউরোপে যাওয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছিলেন ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ। সবাই প্রাপ্তবয়স্ক। মূলত উন্নত জীবনের আশায় তাদের অনিশ্চিত ইউরোপ যাত্রা।
একদিন আগেই ইতালির উপকূলে ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন এমএসএফ। অবশ্য তাদের বন্দরে আশ্রয় দেয়ার ব্যাপারে মেলোনি প্রশাসন রাজি ছিল না। ৪০ ঘণ্টা পর অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ইতালি ভূখণ্ডে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি মানুষ।
আটলান্টিক মহাসাগর থেকে ৩৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
প্রবাস মেলা ডেস্ক: আটলান্টিক মহাসাগর থেকে ৩৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো স্পেনের কোস্টগার্ড। ৩০ মে ২০২৩, মঙ্গলবার তাদেরকে পৌঁছানো হয় গ্র্যাস ক্যানারিয়ার বন্দরে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
উদ্ধারকর্মীরা জানান, কাঠের নৌকায় ছিলেন ৩২ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই উত্তর এবং সাব-সাহারা অঞ্চলের নাগরিক। ইউরোপে যাওয়ার উদ্দেশে পাড়ি দিচ্ছিলেন ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ। সবাই প্রাপ্তবয়স্ক। মূলত উন্নত জীবনের আশায় তাদের অনিশ্চিত ইউরোপ যাত্রা।
একদিন আগেই ইতালির উপকূলে ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন এমএসএফ। অবশ্য তাদের বন্দরে আশ্রয় দেয়ার ব্যাপারে মেলোনি প্রশাসন রাজি ছিল না। ৪০ ঘণ্টা পর অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ইতালি ভূখণ্ডে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি মানুষ।