মহিউল করিম আশিক, ইউএই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে মিউনিখ থেকে আবুধাবিতে পৌঁছাবেন। ইতোমধ্যে সফরের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) ইন্টারন্যাশনাল ডিফেন্সের (আইডিইএক্স-২০১০) উদ্বোধনী সেশনে যোগ দেবেন তিনি।
এ সফরকালে প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক এবং ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম ও অন্যান্য নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিন দিনের এ সফরে আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের কতটুকু আশা পূরণ হবে এখন শুধু তারই অপেক্ষা। অনেক আশায় বুক বেধে আছে প্রবাসীরা আর প্রবাসের আওয়ামী রাজনৈতিক ব্যক্তিদের মাঝে বিরাজ করছে আনন্দের বন্যা।