প্রবাস মেলা ডেস্ক: বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ইমরান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়ন মো. জুনাব আলী পিএমজেএফ এর আজ জন্মদিন। মানবদরদী সমাজের আলোকিত এই মানুষটি আজ ৫৭ বছরে পদার্পণ করেছেন।
ব্যক্তিগত জীবনে লায়ন মো. জুনাব আলী একজন সমাজ সচেতন মানুষ। বর্তমানে ভেজালমুক্ত খাবারের জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় এ নিয়ে তিনি বিলবোর্ড সহ মানবন্ধন করে সবাইকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা পুরো জাতি বিষ এবং ভেজালযুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। বিষ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি জনগণেরও সচেতন হওয়া জরুরী বলে তিনি মনে করেন।

এছাড়াও তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখার কারিগর প্রবাসী বাংলাদেশিদের ‘ডলার সৈনিক’ হিসেবে উপাধি দেওয়ার জন্য সরকারের কাছে বিভিন্ন অনুষ্ঠানে দাবি জানিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের দেখেছি, তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের উন্নয়নে যে অবদান রেখে চলেছেন তাদেরকে ‘ডলার সৈনিক’ হিসেবে উপাধি দেওয়া এখন সময়ের দাবি।
লায়ন মো. জুনাব আলী ১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ফারজানা জুনাব। তারা দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
জন্মদিন উপলক্ষে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আজ আমি ৫৭ বছরে পদার্পণ করলাম। আজকের এই দিনে আমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের কারনে আমি এই সুন্দর পৃথিবীতে এসেছি। আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন এবং আমার মায়ের সুস্বাস্থ্য নসিব করেন।
পাক্ষিক প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকেও সমাজের আলোকিত মানুষ লায়ন মো. জনাব আলীকে জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা।