প্রবাস মেলা ডেস্ক: রাইফেল মফিজ খ্যাত অভিনেতা শহিদ আলমগীরের আজ (১২ আগস্ট) জন্মদিন । শোকের মাসে জন্মদিন হওয়ায় তেমন ঘটা করে পালন করেন না জন্মদিনটি। পারিবারিকভাবেই পালিত হয় রাইফেল মফিজের জন্মদিন। তবে এবার কিছুটা ব্যতিক্রম। সঙ্গে রয়েছে নতুন অতিথি জীবনসঙ্গী। তাই এবারের জন্মদিনটি আলাদাভাবেই কাটবে বলে জানান রাইফেল মফিজ শহিদ আলমগীর।
এদিকে, এ মুহূর্তে কয়েকটি ঈদের নাটকের স্যুটিং এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। অক্টোবরে মুক্তি পাবে শহিদ আলমগীর অভিনীত চলচ্চিত্র আসমানি। আসমানি পরিচালনা করেছেন এম. শাখাওয়াত হোসেন। শহিদ আলমগীর এর উল্লেখযোগ্য নাটকগুলো হলো-যুবরাজ, রাইফেল মফিজ, সঙ্গী, লালু সর্দর, কাপুরুষ।