প্রবাস মেলা ডেস্ক: আজ ১ জুলাই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। এবারের জন্মদিনে তিনি দেশের বােইরে কলকাতায় রয়েছেন। সেখানেই বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিন উদযাপন করবেন বলে জানা গেছে।
জন্মদিন প্রসঙ্গে জয়া আহসান বলেন, এ দিনটিতে দেশে থাকা হলো না। দেশের সবাইকে ভীষণ মিস করবো। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।
এদিকে এরই মধ্যে জয়া আহসান দেশে শুরু করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘অলাতচক্র’র কাজ। সম্প্রতি ময়মনসিংহে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। কথা সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করছেন জয়া।
কলকাতায় জয়া আহসান ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘বিনিসুতোয়’র শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন অতনু ঘোষ। এই সিনেমায় জয়া শুধু অভিনযয়ের পাশাপাশি গানও গেয়েছেন।