আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: আজ ৩০ এপ্রিল কানেক্ট বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ স্লোগান সামনে রেখে ২৯ ও ৩০ এপ্রিল ২০১৬ সালে, প্যারিস – Gare du Nord এলাকায় অবস্থিত ক্যাফে বাংলা (Café Bangla) রেস্তোরায় এক সম্মেলনে কানেক্ট বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল। Bangladesh View (ফ্রান্স, প্যারিসের-একটি সংগঠন) কর্তৃক এই সম্মেলনটি আয়োজিত হয়।
ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড থেকে আগত প্রায় ৩০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। উপস্থিত আলোচকগণ ২ দিনব্যাপি এই সম্মেলনে কয়েকটি বিষয়ে একমত পোষণ করেন। এই ঐক্যমতসমূহ বাস্তবায়নের প্রত্যয়ে বিশ্বব্যাপি একটি সংগঠন গড়ে তোলার সিদ্বান্ত গৃহীত হয়।

যার মূল কথা ছিল ১) বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখা। ২)সম্মিলিত ঐক্যমত ও যৌথ নেতৃত্বে সংগঠনটি পরিচালনা করা। উপস্থিত নেতৃবৃন্দ খুব ভালোভাবে উপলব্ধি করেন যে বহুদেশে বিস্তৃত একটি সংগঠন কোনভাবে একক নেতৃত্বে পরিচালনা করা সম্ভব নয়। এই সভা থেকে প্রবাসীদের স্বার্থ বিরোধী তৎকালীন সরকারের প্রস্তাবিত দৈত্ব-নাগরিক আইনটি বাতিলের দাবী করা হয় ও প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জোর দাবী জানানো হয়।
একইসাথে দেশে ও বিদেশে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে প্রয়োজণীয় করণীয় নির্ধারণ ও বিভিন্ন উদ্যোগ গ্রহণের সংকল্প প্রকাশ করা হয়। এরপর ফ্রাঙ্কফ্রুট, প্যারিস ও রোমে আরো তিনটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটি আজ বাংলাদেশসহ প্রায় ৩০ টি দেশে গড়ে তোলার চেষ্টা চলছে। দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে এই সংগঠনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।