প্রবাস মেলা ডেস্ক: আজ ৬ এপ্রিল প্রবাসী লেখক আবু তাহের মিয়াজীর জন্মদিন। তিনি ১৯৭৮ সালের ৬ এপ্রিল চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ঐতিহাসিক স্থান কামরাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আলহাজ্ব মোহাম্মদ লোকমান মিয়াজী ও মোসাম্মৎ ছায়রা বেগমের চার ছেলে তিন মেয়ের বড় সন্তান তিনি। প্রবাসে পাড়ি দিয়ে লেখালেখি শুরু করেন আবু তাহের মিয়াজী।
বর্তমানে মিয়াজী তিন সন্তানের জনক। প্রাথমিক শিক্ষা নিজ এলাকায় কামরাঙ্গা প্রাইমারী স্কুলে এবং কামরাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল। চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম। ঢাকা মুহাম্মাদপুর আলিয়ায় ফাজিল ছাত্র এবং একটা কোম্পানিতে চাকরি অবস্থায় ২০০০ সালে কাতারে পাড়ি জমায়।
প্রবাসে এসেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। লেখকের প্রথমগ্রন্থ যৌথ সংকলন ‘স্বপ্ন দিয়ে বোনা, যৌথসংকলন ‘প্রবাসের গল্প এক’ ‘প্রবাসের গল্প দুই’ ‘প্রবাসের গল্প তিন’ প্রবাসের গল্প চার, যৌথ “ধোঁয়াচ্ছন্ন অন্ধকার”কাব্যগ্রন্থ, যৌথ গ্রন্থ “ছড়াময়” ছড়ার বই, যৌথ কাব্যগ্রন্থ ‘উদীয়মান কবি’ যৌথ কাব্যগ্রন্থ ‘প্রবাসের কাব্য’ যৌথ কাব্যগ্রন্থ ‘ইদানীং একুশেকবিতা’ যৌথ কাব্যগ্রন্থ ‘একুশে সৃজন’ যৌথ কাব্যগ্রন্থ, “প্রবকসের ভালোবাসা” যৌথ কাব্যগ্রন্থ, “কবিতাপুর” যৌথ কাব্যগ্রন্থ, “মা”বিষয়ক যৌথ সংকলন, “রক্তে ভেজা আরাকান” স্মারকগ্রন্থে স্থান হয়।

লেখকের প্রায় ১৯ বছর চলছে কাতার প্রবাস জীবন। সেই অভিজ্ঞতার আলোকে ইনভেলাপ পাবলিকেশন্স প্রকাশনী থেকে প্রবাস জীবন নিয়ে “প্রবাসের ডায়েরী”একক গদ্যগ্রন্থ প্রকাশ করেন ২০১৭ অমর একুশে বইমেলায়। যারা নিজের দেশ ছেড়ে পরদেশে থাকেন তাদের বাস্তবতা নিয়ে সাজিয়েছে বইটিতে।
“প্রবাসের ডায়েরী” বইটি “কবি সাহিত্যিক ফোরাম বাংলাদেশ”র পক্ষ থেকে শ্রেষ্ঠ বই হিসেবেও পুরস্কৃত হয়েছে। সর্বশেষ লেখকের “দারিদ্রদের ভালবাসুন, ক্ষুধার্তদের খাদ্যদিন”। এই স্লোগানকে সামনে রেখে আরো একটি বই প্রকাশ করেন “কামরাঙ্গা ফাউন্ডেশন”র নামে। বর্তমানে, সাহিত্য জগৎ গ্রুপের আন্তর্জাতিক সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং কাশফুল সাহিত্য পত্রিকার যুগ্ম-সম্পাদক । এছাড়াও সর্বাধিক প্রচারিত শিশুকিশোর পত্রিকা ‘কিশোর কন্ঠ’ রংধনু পত্রিকা, ইসলামি বার্তা, আলোর মিনার, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকা, পাক্ষিক পত্রিকা ‘প্রবাস মেলায়’ কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঈদ ম্যাগাজিন “প্রবাসে ঈদ” ছাড়াও জাতীয় পত্রিকা দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক নয়া দিগন্ত, নিয়মিত লিখছেন।লেখকের প্রতিটি লেখা দেশপ্রেম এবং প্রবাসের সুখদুঃখ নিয়ে। লেখক দীর্ঘদিন কাতারে একটা মার্কেটের ফোরম্যান হিসেবে চাকরিরত আছেন। লেখকের ই-মেইল taher5558@gmail. com।
পাক্ষিক প্রবাস মেলা পরিবোরের পক্ষ থেকেও গুণী এই প্রবাসী লেখককে জন্মদিনের অনেক শুভেচ্ছা।