লুৎফুর রহমান, দুবাই, ইউএই: বাংলাদেশি প্রবাসীদের টিকেট সেবা সহজীকরণ ও আরব আমিরাত প্রবাসীদের উমরাহ সেবা প্রদানের লক্ষৗ নিয়ে আজমানে যাত্রা শুরু করেছে লুলু আল মারজান ট্যাভেলস এন্ড ট্যুর।
১৬ নভেম্বর শুক্রবার আজমানের আল জাহরায় বাংলাদেশী মালিকানাধীন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ইয়াহইয়া।
এ সময় তিনি বলেন, প্রবাসীরা দেশে যেতে টিকেটিং সমস্যায় ভোগেন। বাংলাদেশি প্রবাসীদের এ ভোগান্তি নিরসনে তার এ প্রতিষ্ঠান আন্তরিক সেবা প্রদান করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, সাহেদুল ইসলাম, ওয়াসিম আকরাম, এস এম রুম্মান, ফিরোজ আলম, আবু সুফিয়ান, শাহিন আহমদ, আব্দুল খালিক, রেহানা ইয়াইইয়া সহ আরো অনেকে।
লুলু আল মারজান গ্রুপ আরব আমিরাতের প্রায় সবকটি প্রদেশে টিকেটিং ও উমরাহ সেবা প্রদান করে যাচ্ছে। সবকটি প্রদেশে তাদের শাখা অফিসও রয়েছে।