প্রবাস মেলা ডেস্ক: নানা আয়োজনের মাধ্যমে দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার ২য় বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় বিজনেস বাংলাদেশ এর কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক, শিল্পী, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান সহ পত্রিকার সকল কলাকুশীলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাক্ষিক প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকেও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাকে অভিনন্দন জানানো হয়।