ক.ম. জামাল উদ্দীন, খামিশ মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: ২০ জানুয়ারি
বঙ্গবন্ধু পরিষদ, আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের উদ্যোগে স্থানীয় একটি হোটেল মিলনায়তনে সংগঠনটির প্রধান উপদেষ্টা আবু বকর কামালের স্বদেশ গমন উপলক্ষ্যে সংবধর্নার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আহমদ আলী নঈমী ও সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আজাদ রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন আবু বকর কামাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ার মোস্তাক,এস এম জাহাঙ্গীর আলম,ফারুক রহমান, আব্দুল করিম, আব্দুল মুকিত চৌধুরী শেলু, শফিউল আলম।
প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ সালাউদ্দীন।
বক্তব্য দেন ওমর ফারুক, এমদাদ উল্লাহ,মৌলানা মোঃ পারভেজ, বেলাল হোসেন, নেজামুল ইসলাম, নুর কাসেম, আমান উল্লাহ ,মুনির আহমেদ, নাসির উদ্দীন, হাসান বাবু, ফারেস উদ্দীন, হারাধন দে, মিন্টু সুশীল, মোঃ দিদার, জসীম উদ্দীন, আব্দুল জাব্বার প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইউছুফ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনের উন্নয়নের জন্য এবং সংগঠনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য একজন নিবেদিত প্রাণ আবু বকর কামাল। এবং তিনি একজন দক্ষ সংগঠক ও নেতা কর্মীদের জন্য একজন সজ্জন ব্যক্তি। যার অনুপস্থিতিতে তাহার অভাব সবার মনে দোলা দিবে।
সংবর্ধিত অতিথি আবু বকর কামাল তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আজ যে সম্মানে ভূষিত করেছেন তার জন্য আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে রইলাম। আপনারা সংগঠনের প্রতি দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। আমি কথা দিলাম আমি যদিও কয়েক দিন আপনাদের নিকট থেকে দূরে থাকব কিন্তু মন পড়ে থাকবে প্রাণের সংগঠনের প্রতি তথা আপনাদের প্রতি। তিনি নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন, বঙ্গবন্ধুর আদশর্কে বুকে ধারণ করে আপনারা জন নেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য একে অপরের সাথে মিলে মিশে কাজ করবেন।
সংগঠনের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য আবু কামালকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় পরিধান করানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।