প্রবাস মেলা ডেস্ক: প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়ে আগৈলঝাড়া, বরিশালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৪তম শাখার কার্যক্রম শুরু হলো।
১০ ডিসেম্বর ২০১৮, সোমবার, নতুন শাখাটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ শাহজাহান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ, সম্মানিত পরিচালক জনাব ডঃ নুরুন নবী, শেয়ারহোল্ডার জনাব আবু মোহাম্মদ সাইদুর রহমান ও জনাব একেএম মোস্তাফিজুর রহমান, সৈয়দা মমিনুন নাহার মেরী , গৌরনদী উপজেলা চেয়ারম্যান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মেজর (অব:) মো. পারভেজ হোসেন, সাপোর্ট সার্ভিসেস এ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশন, আগৈলঝাড়া ব্রাঞ্চের প্রধান জনাব মো. আল মামুনুর রশিদ, স্থানীয় সুধীজন, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।