প্রবাস মেলা ডেস্ক: কীভাবে দেশের চলমান পরিস্থিতি উন্নত করা যায়―এ ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা শুরু করা হবে। বৈধ-অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হবে।
তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ করতে প্রথমেই মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে। আর সেই পথেই এগুবে সরকার।
এ সময় আসন্ন দুর্গুপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করণের আশ্বাসও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে বলেন, মিয়ানমার সীমান্তে সমস্যা রয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করে তোলা হবে।