প্রবাস মেলা ডেস্ক: ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হল মিলনায়তনে ঢাকাস্থ খোকসা স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে নবীন বরণ ও আলোচনা সভা ২০১৯ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর স্বতন্ত্র পরিচালক ও ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সহ-সভাপতি নাজমুস সালেহীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মন্ডল।
নবীন বরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্বদ্যিালয়ের আই.ই আর বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ ও সম্প্রচার সাংবাদিক কেন্দ্র এর চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আহসানুল হক নবাব, টিভি উপস্থাপক, আবৃত্তিকার ও সংগঠনের উপদেষ্টা মামুন ইমতিয়াজ, মহাসচিব রবিউল আলম বাবুল, অর্থ সচিব আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক রেদওয়ানুল করীম রঞ্জু, ঢাকা আইডিয়াল কলেজ এর ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ও বাংলা ৫২ নিউজের সম্পাদক কাজী আওলাদ হোসেন প্রমুখ।
নবীন বরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকাস্থ খোকসা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি রুনা আক্তার মৌ। সঞ্চালনায় থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার মাশরুর গালিব। অনুষ্ঠানে ঢাকাস্থ খোকসা উপজেলার সকল শিক্ষর্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। (প্রেস রিলিজ)