হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে আগামী বছরের ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর লংআইল্যান্ডে ১৭ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন হলরুমে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কানাডাসহ আমেরিকার সবগুলো স্টেটের ৮০টি সংগঠন এবারের ফোবানায় অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ফোবানার বর্তমান এক্সিকিউটিভ কমিটি। ৮ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় দুপুরে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ উপলক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান ফোবানার বর্তমান নির্বাহী কমিটি এবং নিউইয়র্কে হোস্ট কমিটির সংগঠন ড্রামা সার্কেল।
সম্মেলনে প্রায় দুই ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানা নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, অতীতে বহুবার দ্বিধাবিভক্ত হলেও এবার ফোবানা হবে একটি। এতে কোন দ্বিধা বিভক্তি নেই। যদি কেউ ফোবানার নাম ব্যবহার করে পাল্টা কোন ফোবানা আয়োজন করতে চান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তারা বলেন, ফোবানা কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে আমাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে আমরা আমাদের মেধা, শ্রম এবং অর্থ ব্যয় করছি। অন্য কোন লাভের জন্য নয়। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এখানকার ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে আমরা সে বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি।
ফোবানার চেয়ারপারসন মীর এইচ চৌধুরী ও ভাইস চেয়ার শাহ হালিম সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য দেন এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। সংবাদ সম্মেলেন আয়োজন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হোস্ট কমিটির কনভেনর নার্গিস আহমেদ ও মেম্বার সেক্রেটারি আবির আলমগীর এবং বাংলাদেশী আমেরিকান ওমেন এসোসিয়েশন টেক্সাসের প্রেসিডেন্ট ও ফোবানা ওমেন এমপাওয়ারমেন্ট কমিটির নাহিদা আলী ডেইজিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ড্রামা সার্কেলের পলাশ শিপলু, চীফ কো-অর্ডিনেটর জহির মাহমুদ, শতদলের সভাপতি কবির কিরন, নিউজার্সির ডা. গোলাম ফারুক ভূইয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, আউটস্টান্ডিং মেম্বার বদরুল ইসলাম বাবলা, রবিউল করিম বেলাল, ২০১৮ ফোবানা সম্মেলনের হোস্ট কনভেনর জসিম উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমশিনার মাহবুব রেজা, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ফোবানা ২০০৭ এর প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেন প্রমুখ।