প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৬ ও ২৭ শে মে ২০২৩ ভারতের আগরতলায় প্রকাশনা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ২০২৩’। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন বিকেল পাঁচটায় রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ও সুলেখক চট্টগ্রাম লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ এর কর্ণধার কমলেশ দাশগুপ্ত। প্রধান অতিথি হিসেবে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে কবি আসাদ মান্নান, চিত্রশিল্পী নাজমা আক্তার, আগরতলার পৌরপিতা দীপক মজুমদার, ত্রিপুরা থেকে কথাসাহিত্যিক নন্দকুমার দেববর্মা।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক পার্থসারথি ঝা, কবি কল্যাণব্রত চক্রবর্তী, কথাসাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্য, কবি মিলনকান্তি দত্ত, মগ ভাষা গবেষক ও প্রাবন্ধিক ক্রাইরী মগ চৌধুরী, প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, শিল্পে অন্যন্যা’র সম্পাদক ড. দীপক কুমার সেন, ধানবাদ, প্রকাশক হুমায়ুন কবীর ঢালী, রাখাল মজুমদার, সম্পাদক অনিকেত শামীম, সম্পাদক পুলিন রায়, সম্পাদক অলোক বিশ্বাস, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মন।
এছাড়াও অনিতা ভট্টাচার্য, শাশ্বতী দাস, উৎপলা গোস্বামী মুখার্জী, দেবাঞ্জনা সেন, রীতা পাল, সন্ধ্যা দেবনাথ, সুচিত্রা দাস, শুক্লারাণী দাস, চন্দ্রিমা বণিকসহ প্রকাশনা মঞ্চের সকল সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যন্ত্রশিল্পী হিসেবে থাকবেন শ্যামলকান্তি দে, কবি, ত্রিপুরা। স্বাগত ভাষণ দিবেন প্রকাশনা মঞ্চের সম্পাদক বিজন বোস। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিকশিল্পী উদয়শংকর ভট্টাচার্য।
দ্বিতীয় দিন সকাল ৯ টায় সম্মেলনে আগত লিটল ম্যাগাজিন সম্পাদক কবি সাহিত্যিক শিল্পীগণ সম্মিলিতভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করে আগরতলা শহর পরিক্রমা করবেন। তারপর দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা, লিটল ম্যাগাজিন এবং গ্রন্থ সংরক্ষণ ও গবেষণাগার গবেষণা কেন্দ্র গড়ে ওঠার প্রয়োজনীয়তা এবং লিটল ম্যাগাজিন– দায়িত্ব ও মূল্যবোধ, প্রকাশনা একটি শিল্প: লেখক প্রকাশকের যৌথ জার্নি, ত্রিপুরার কবিতায় স্থানিক শব্দ ও লোকজ শব্দের প্রয়োগ ও আবৃত্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। ত্রিপুরার কবিতায় সুরারোপ এবং সংগীত, নৃত্য, আবৃত্তি ও শ্রুতিনাটকে অংশগ্রহণ করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। থাকবে অনুগল্প পাঠের আয়োজনও। সাহিত্যাঙ্গণে বিশেষ কৃতিত্ব ও নিরন্তর লিটল ম্যাগাজিন প্রকাশনার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। ঐদিনের একটি আলোচনা পর্বের সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট কবি নজমুল হেলাল।
দু’দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর থেকে ৭০টিরও বেশি লিটল ম্যাগাজিনের সম্পাদক, ৩০টিরও অধিক প্রকাশক এবং বহু শিল্পী, সাহিত্যিক ও গুণীজনের অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।