রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে মালয়েশিয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, “বিগত দিনের ন্যায় আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের হাত ধরে বাংলাদেশ আওয়ামীলীগ আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের জনগণের আকাংখা পূরণে অধম্য গতিতে এগিয়ে যাবে। “
এছাড়াও মঙ্গলবার সারাদিন আওয়ামীলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কর্ণেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান।
কেন্দ্রীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক এম. রেজাউল করিম রেজা, যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, হাফিজুর রহমান ডাবলু, মাসুদ রানা, মিনহাজ উদ্দিন মিরান, আবদুল বাতেন ও মাহবুব হক।