মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৪ আগস্ট শনিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলা ও গুলির প্রতিবাদে রিয়াদ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর উদ্যোগে রিয়াদের হারাস্ত সালেমার হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম,আর মাহবুব এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত -রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক শাহিন সিকদার, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ, এম আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, আলী নুর ইসলাম রনি, মুবিনুল হক লেদু, গিয়াস মজুমদার, আতিক খান, ফজলুল হক, মাজহারুল ইসলাম পলাশ, রাশেদ চৌধুরী সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা নিরাপদ সড়ক চাই, এটা যৌক্তিক আন্দোলন এতে কারো কোন দ্বিমত নেই, তবে ছাত্ররা যে কারনে রাস্তায় নেমেছিল তার সাথে সবাই ছিল, কিন্তূ তাদের আন্দোলনের সাথে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে, দেশের শান্তি বিনষ্ট করতে কাজ করছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলা ও গুলি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের গ্রেফতার করে বিচার দাবী করছি।
প্রবাসে এবং দেশের সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে, আগামী নির্বাচনে কুচক্রীমহল কোন সমস্যা তৈরি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।