শিহাবুজ্জামান কামাল, লন্ডন, যুক্তরাজ্য:
দেশটা জুড়ে একেক সময়
আসে নতুন ইস্যু
কদিন যেতেই সেই ইস্যু হয়
ভাস্টবিনেরই টিস্যু।
হঠাৎ আবার নতুন খবর
চমক থাকে যার
পুরান ইস্যু যায় হারিয়ে
মন থেকে সবার।
চাদাঁবাজি হত্যা গুমের
খবর হলে ফাঁস
কেউবা আবার পায়না খুঁজে
প্রিয় জনের লাশ।
সন্ত্রাসীদের দাপট দেখে
জনমনে ভয়
কিন্তু সেসব ঘটনার কী
আদৌ বিচার হয়!
এ ভাবেতে চল্লে দেশটা
যেনো যে নিশ্চয়
জাতির জন্য এই পরিবেশ
মোটেও শুভ নয়।
দেশ গঠনে আজ প্রয়োজন
শক্ত নিয়ম নীতি
প্রতিষ্ঠা হোক আইনের শাসন
আসুক সাম্য প্রীতি।