প্রবাস মেলা ডেস্ক: বিপাশা কবির মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরাদের তালিকায় নাম লিখিয়ে। তবে চলচ্চিত্রে তিনি প্রবেশ এবং পরিচিত হয়ে উঠেন আইটেম গানে অভিনয়ের মাধ্যমে। চলচ্চিত্র ছাড়াও টিভি নাটকে অভিনয় এবং বিজ্ঞাপনে মডেলিং করেছেন বিপাশা
আইটেম সংয়ে তার উপস্থিতি মানেই নতুন কিছু সংযোজন। তবে সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর কোনো সিনেমায় আইটেম সংয়ে পারফর্ম করবেন না।
এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, আমি সিনেমায় একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। তাই আইটেম সংয়ে আর পারফর্ম করতে চাই না। আমি অভিনয়ের দিকে মনযেডাগ দিচ্ছি। শিগগিরই আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন নতুন পথচলায় সফল হতে পারি।
বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে আকাশ আচার্য্য পরিচালিত ‘পরাণে পরাণ বান্ধিয়া’। তবে শিগগিরই তার অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি হলো কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ এবং অন্যটি হলো রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলে জানান তিনি।
এদিকে বিপাশা কবির জানান, মিজানুর রহমান লাবুর পরিচালনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে। এর আগে বিপাশা কবির জায়েদ রেজওয়ান পরিচালিত ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ।
সূত্র: যুগান্তর