প্রেস রিলিজ: ভিসার সহযোগিতায় এসএসবিসিএল গ্রুপের সঙ্গে কো-ব্র্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আইডেন্টিটি কার্ড (আইএসআইসি) ইস্যু করবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।
ব্যাংকটি তিন ধরনের কার্ড অফার করছে যার মধ্যে রয়েছে ছাত্রদের প্রয়োজন অনুযায়ী আইএসআইসি, যুবকদের আইওয়াইটিসি এবং পূর্ণকালীন শিক্ষক ও অধ্যাপকদের জন্য আইটিআইসি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডধারীরা ভ্রমণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ছাড়াও অন্যান্য অনেক সুবিধা ভোগ করবেন।
সম্প্রতি রাজধানীর ইবিএলের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
এ সময় এসএসবিসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুমন তালুকদারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।