প্রবাস মেলা ডেস্ক: ১৩ জুন সিডনির ওয়েন্টঅর্থ এর সফিটেল হোটেলে অস্ট্রেলিয়ান একাডেমী অফ টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এবং এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সম্মানিত প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. আব্দুস সবুর। ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া (ইএ) এর সভাপতি, সিডনি বিভাগের জনাব ব্রুস হাওয়ার্ড এবং ইএ এর জেনারেল ম্যানেজার জনাব গ্রেগ ইভিং, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের চেযারম্যান প্রকৌশলী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ড. আহম কামরুজ্জামান এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া সরকারের শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অ্যান্ড্রুস এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ইএ এর সিডনি বিভাগের প্রেসিডেন্ট জনাব ব্রুস হাওয়ার্ড এবং জেনারেল ম্যানেজার জনাব গ্রেগ ইভিং আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের জন্য যথেষ্ঠ কাজ করেছেন। ৪ ডিসেম্বর ২০১৮ এ সিডনিতে অনুষ্ঠিত ১২০ বাংলাদেশির প্রকৌশলীদের চাটার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং (সিপিইঞ্জ) সেমিনারে তারা উপস্থিত ছিলেন। সেখানে ইএ এর সম্মানিত সিইও জনাব পিটার ম্যাকইনটাইরে এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ সফিউর রহমানও উপস্থিত ছিলেন।
এরপর দুই প্রেসিডেন্ট ‘কিভাবে বাংলাদেশি পেশাদার প্রকৌশলী দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বি-পাক্ষিক সম্পর্ক তৈরি করতে পারে, বিশেষ করে আইইবিবি অনুমোদিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রেডিটেশনটির পূর্ণ স্বাক্ষরকারী সে বিষয়ে আলোচনা হয়।
এ আলোচনা অস্ট্রেলিয়ার ইএ এর মতো আন্তর্জাতিক প্রকৌশল এ্যালায়েন্স পার্টনার হিসেবে আইইবিবি’র জন্য একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে আগামী ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৬০তম আইইবিবি সম্মেলনে ইএ এর প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজারকে অংশগ্রহণ করার জন্য আইইবি বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রকৌশলী ড.আব্দুস সবুর আমন্ত্রণ জানান।