শিখা কর্মকার স্বাধীন:
আমি হতে চাই একজন
আঁধারের যাত্রী
কেউ যেন দেখতে না পায় আমায়
এই আঁধারে কালো ছবি
আঁধারে বুকের কাছে কান পেতে
শুনতে কি পাও
বুকের মধ্যে শো শো শব্দ
আমার এই আঁধারের অপূর্ব লীলা
হয়তো দেখবে মরণের সঙ্গী হয়ে মিলে আছে
আমার প্রতি শিরায় শিরায়
তারপর খুঁজতে খুঁজতে দেখতে পাবে
চারিদিকে শুধু আঁধার আর আঁধার
কিন্তু এর মধ্যে হঠাৎ করে সর্বাঙ্গ শিউরে ওঠে
কারণ মনে হয় কোন প্রেমিকা হয়তো
আমাকে অনুভব করছে
তা আমি বুঝতে পেরেছি
কেন মন জটিল নিঃশ্বাসে
আমাকে দূর্বল করেছেন আর বলে
চল এই আঁধার থেকে আমরা
আলোর সন্ধানে যাই
ইস-না- যাবনা আমি যাবনা
আমি যে আঁধারের যাত্রী
এখানেই আমার দিবা
এখানেই রাত্রি।