প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে প্রবাস মেলা’ পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও বাংলাদেশের চামড়া ও জুতা শিল্পের অন্যতম সফল ও প্রভাবশালী উদ্যোক্তা সৈয়দ নাসিম মঞ্জুর সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ তাঁর হাতে পত্রিকাটির একটি সৌজন্য কপি তুলে দেন।
পত্রিকাটি হাতে পেয়ে সৈয়দ নাসিম মঞ্জুর প্রশংসা করে বলেন, ‘প্রবাস মেলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। প্রবাসীরা দেশের অমূল্য রত্ন। প্রবাস মেলা প্রবাসীদের দেশের প্রতি গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানিয়ে কাজ করছে। আমি পত্রিকার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করি।’
বাংলাদেশের চামড়া ও জুতা শিল্পের অন্যতম সফল ও প্রভাবশালী উদ্যোক্তা সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর দক্ষতা, নেতৃত্বগুণ এবং দূরদর্শী চিন্তার মাধ্যমে অ্যাপেক্স আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুপরিচিত একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।
সৈয়দ নাসিম মঞ্জুর জন্মগ্রহণ করেন একটি বিশিষ্ট ব্যবসায়ী পরিবারে। তাঁর পিতা সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। পিতার নীতি ও আদর্শকে ধারণ করেই নাসিম মঞ্জুর ব্যবসায়িক জগতে পা রাখেন। তবে উত্তরাধিকার নয়, নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমেই তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
সৈয়দ নাসিম মঞ্জুর বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI), লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (LFMEAB)–সহ নানা ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন নেতৃত্বের ভূমিকায়। তাঁর প্রচেষ্টা ও কণ্ঠস্বর দেশের শিল্প উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে। একজন সত্যিকারের উদ্যোক্তার প্রতিচ্ছবি হিসেবে তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য এক প্রেরণার নাম।