মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৬ অক্টোবর মঙ্গলবার দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ৪ দিনের সফরে সৌদি আরব আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে পৌঁছানোর কথা রয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সৌদি সফরকালে ১৭ অক্টোবর বুধবার প্রধানমন্ত্রী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন। একই দিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, দুই শীর্ষ নেতার আলোচনায় ব্যবসা ও বিনিয়োগ, বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাদের সুরক্ষা, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার মত বিষয়গুলো গুরুত্ব পাবে।
এদিকে, রিয়াদের কূটনৈতিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সফরে বিশেষ করে যেসব বাংলাদেশির ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে, তাদের সেখানে কাজের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানানো হবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদির সমর্থন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকাণ্ডের মত দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। ১৯ অক্টোবর শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।