প্রবাস মেলা ডেস্ক: অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ কর্মসূচিতে সংস্কার আনছে কানাডা। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার মঙ্গলবার রাজধানী অটোয়ায় এক সংবাদসম্মেলনে নিশ্চিত করেছেন এ তথ্য।
শ্রমিক সংকট দূর করতে বাইরের বিভিন্ন দেশ থেকে অস্থায়ীভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হয় কানাডা। সম্প্রতি জাতিসংঘ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই কর্মসূচির বিভিন্ন ত্রুটি তুলে ধরে কঠোর সমালোচনা করা হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী এসব বিদেশী কর্মীদের বেতন বেশ কম এবং কর্মক্ষেত্রে তাদের বিশ্রামের সময় দেওয়া হয় প্রয়োজনের তুলনায় অনেক কম। কানাডার অস্থায়ী কর্মী নিয়োগ কর্মসূচিকে ‘আধুনিক দাসত্বের জন্মস্থল’ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রতিবেদনটিকে ‘অতিরঞ্জিত’ এবং ‘জ্বালাতন সৃষ্টিকারী’ উল্লেখ করে মার্ক মিলার বলেন, “কিছু নিপীড়নের ঘটনা যে ঘটেনি, তা বলব না; কিন্তু প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, ততটা হয়নি।”
“যাই হোক, আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করব। তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষেই অস্থায়ী কর্মী নিয়োগ কর্মসূচিতে পরিবর্তন আনা হবে।”