আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নে ও ক্যানবেরায় অবস্থিত ১০টি বিদেশি এ্যাম্বেসী ও কনস্যুলেটের অফিসের সম্মুখে সন্দেহজনক প্যাকেট ও ইনভেলাভ পাওয়া গেছে। বুধবার বিকাল খবর পেয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (এএফপি) ও ভিক্টোরিয়া পুলিশ সেগুলো উদ্ধার করে জরুরি ভিত্তিতে পরীক্ষা করে দেখছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যেসব বস্তু পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করছে কর্তৃপক্ষ। পুরো ঘটনা তদন্ত করছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সন্দেহজনক এই প্যাকেটে অ্যাসবেসটস নামক এক ধরনের পদার্থ ছিল। দেশগুলোর মধ্যে আছে আমেরিকা, গ্রীক, ফ্রান্স, ইটালি, হংকং, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড। তবে এই ঘটনার পিছনে সম্ভাব্য কী কারণ থাকতে পারে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। একই সাথে এই ঘটনায় কারা জড়িত এবং কোনো ক্ষয়ক্ষতির কথাও বলা হয়নি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি জানায়, এর আগে সোমবার সিডনিতে অবস্থিত আর্জেন্টিনার কনস্যুলেট অফিসের সামনে তিনটি ছোট ব্যাগ কে বা কাহারা রেখে যায় যার মধ্যে অ্যাসবেসটস নামক এক ধরনের পদার্থ ও ফাইবার গ্লাস ছিল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কনস্যুলেটের কর্মকর্তারা বলেন, ‘আমরাও ছোট আকারের সন্দেহজনক ব্যাগ পাই।’ আর এ ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সন্দেহজনক ঘটনার বিস্তারিত অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানাবে বলে আস্তত্ব করে। (সূত্র: এবিসি অস্ট্রেলিয়া)