আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে লেখক ডা. মোহাম্মদ আলী নাওয়াজকে প্রবাস মেলা’র সৌজন্য সংখ্যা তুলে দেন অস্ট্রেলিয়ার সিডনি প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন।
রংপুরের মুন্সিপাড়া শহরের সম্ভ্রান্ত জমিদার পরিবারে লেখকের জন্ম। তাঁর দাদা মরহুম আব্দুর রশিদ ব্রিটিশ আমলের জমিদার ছিলেন। আর বাবা ছিলেন চাকরিজীবী, তার চাচা মোহাম্মদ সায়েম যিনি সাবেক প্রধান বিচারপতি এবং সাবেক রাষ্ট্রপতি ছিলেন।
দন্তচিকিৎসক মোহাম্মদ আলী নাওয়াজ দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরিজীবি ছিলেন। ১৯৮২ সালে ইরানে ন্যাশনাল অয়েল কোম্পানির হসপিটালে এবং পরে অন্য আরেকটি কোম্পানিতে দন্তচিকিৎসক হিসাবেও কর্মরত ছিলেন।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ায় মাইগ্রেন্ট হয়ে আসেন। ১৯৯০ সালে সিডনি ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে একটি রিসার্চ গ্রুপে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ছোটবেলা থেকেই শিল্প সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন।
ছাত্রজীবনে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনে কিছুদিন কাজ করেছেন। এখন অবসর জীবনে এসে আবারও সাহিত্যে চর্চায় মনোনিবেশ করে ‘অমর প্রেম’ কাব্যগ্রন্থ প্রকাশ করেন। অমর প্রেম কাব্যগ্রন্থটি পুরোটাই একটি জীবন কবিতা। এটি একটি প্রেরণার আমরণ প্রতিফলন।
আলী নাওয়াজ বলেন, ‘আমি পেশায় ডাক্তার হলেও, সাহিত্য চর্চায় এখন আমার অবসর সময় কাটে।’ রস বা আনন্দ লেখালেখিতে পাই। সত্যের সংবাদে নির্ভীক থাকায় প্রবাস মেলা আজ দেশে-প্রবাসে জনপ্রিয় ও পাঠকপ্রিয় হয়েছে। তিনি পত্রিকার কলাকুশলীদের ধন্যবাদ জানান।